স্টাফ রিপোর্টার : ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের সাবেক সংসদ মাহমুদুল হক সায়েম এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র খাইরুল আলম ভূঁইয়াসহ আওয়ামী লীগের ৩৮ নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা হয়েছে।
এতে অজ্ঞাতনামা আরো ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি সদস্য মো. আব্দুস সাত্তার বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।
মামলার এজাহার থেকে জানা যায়, গত ৫ আগস্ট হালুয়াঘাট উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাধারণ শিক্ষার্থী ও জনগণের ওপর উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা করায় উক্ত মামলা দায়ের করা হয়েছে। তবে দায়েরকৃত মামলায় কাউকে এখনো গ্রেফতার করা হয়নি বলে জানিয়েছে পুলিশ।