ঈশ্বরগঞ্জ প্রতিনিধি : বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শাহাদাৎ বরণকারী সকল শহিদের স্বরণে বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ঈশ্বরগঞ্জ সরকারী কলেজের সামনে এ আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এলডিপি ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মঞ্জুরুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডিয়াম সদস্য এ্যাডভোকেট ড. আওরঙ্গজেব বেলাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি ময়মনসিংহ জেলার সাধারণ সম্পাদক আব্দুস ছামাদ।
এছাড়াও অন্যানের মাঝে বক্তব্য রাখেন, লিবারেল ডেমোক্রেটিক পার্টি ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক এস এম আল মামুন, গণতান্ত্রিক যুবদল ঈশ্বরগঞ্জ শাখার আহবায়ক মিজানুর রহমান, এলডিপি মগটুলা ইউনিয়ন সভাপতি শফিকুল ইসলাম, আঠারবাড়ি ইউনিয়ন সভাপতি রফিকুল ইসলাম, জাটিয়া ইউনিয়ন সভাপতি হাসান আল মামুন, মাইজবাগ ইউনিয়ন সভাপতি আব্দুস সালাম সহ বিভিন্ন নেতৃবৃন্দ।