আলাওল করিম ফয়সাল ,নজরুল বিশ্ববিদ্যালয় সংবাদদাতা : জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অর্ধ হাজার গাছের চারা রোপণ করেছে প্রথম আলো বন্ধুসভা।
২৯ আগষ্ট (বৃহস্পতিবার) দিনব্যাপী ক্যাম্পাসের রাস্তার পাশ, খোলা জায়গা, কেন্দ্রীয় খেলার মাঠ সহ বিভিন্ন বাড়ির আঙিনায় এগুলো রোপণ করা হয়। গাছের মধ্যে ছিল আম, কাঁঠাল, আমলকী, নিমসহ বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছ।
‘আমার মাটি আমার দায়, গাছ রোপণে বাঁচা যায়’ প্রতিপাদ্যে মার্কেটিং বিভাগ সহ আরো বিভাগের শিক্ষকদের সহযোগিতায় এ কর্মসূচি বাস্তবায়ন করেন বন্ধুসভার বন্ধুরা।
এছাড়া এর আগে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জমি, ফাঁকা রাস্তার দুই ধার, কেন্দ্রীয় মাঠের পাশে বৃক্ষরোপণের জন্য মাটিতে গর্ত করেন বন্ধুরা। বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীরা বন্ধুদের সঙ্গে স্বেচ্ছাসেবামূলক কাজে অংশ নেন। শিক্ষার্থীরা আশা করছেন যে গাছগুলো বড় হলে পুরো বিশ্ববিদ্যালয় সবুজে ভরে উঠবে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইফতেখার তৌসিফ এমন মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এমন ভালো কাজ কে–ই বা করে। রোপণ করা আম, কাঁঠালের গাছের যত্ন নিয়ে বড় করা হবে। একদিন ফল ধরবে।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং ও ফিলোসফি বিভাগের শিক্ষক আব্দুল মোমেন, সুমনা সুমি,মাহমুদা আক্তার এবং তারিফুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন বন্ধুসভার সাধারণ সম্পাদক সাব্বির মিয়া সহ আরো বন্ধুরা।