নিজস্ব প্রতিনিধি : ময়মনসিংহের মুক্তাগাছা থানায় দুই মামলা সাবেক সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৫৫ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। পৃথক এ মামলার একটিতে অজ্ঞাতনামা ১৪০০-১৫০০ জনকে অপরটিতে অজ্ঞাতনামা ৫০০-৭০০ জনকে আসামি করা হয়েছে।
শুক্রবার (৩০ আগস্ট) মুক্তাগাছা উপজেলার দাওগাঁও ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম একটি ও মুক্তাগাছা পৌরসভা বিএনপির সভাপতি ও মুক্তাগাছা পৌরসভার সাবেক মেয়র মো. শহীদুল ইসলাম বাদী হয়ে অন্য মামলাটি দায়ের করেন।
বাদী তারিকুল ইসলাম মামলার এজাহারে উল্লেখ করেন, গত ৪ আগস্ট রাত ৮টার দিকে মুক্তাগাছা শহরের বড়হিস্যা বাজারের বিএনপির কার্যালয় ভাঙচুর, লুটপাট ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটান আসামিরা।
বাদী শহীদুল ইসলাম তার মামলার এজাহারে উল্লেখ করেন, গত ৪ আগস্ট সন্ধ্যার দিকে মুক্তাগাছা পৌরসভার সাবেক মেয়র শহীদুল ইসলামের মুক্তাগাছা শহরের বড়হিস্যা বাজারের নিজ বাড়িতে হামলা চালান আসামিরা। এছাড়াও তারা লুটপাট, গুলিবর্ষণ, রাস্তায় বেরিকেড দিয়ে যানবাহন ভাঙচুর ও নাশকতার ঘটনা ঘটান তারা।