কেন্দুয়া প্রতিনিধি : নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় প্রতারক চক্রের এক নারী সদস্যকে আটক করা হয়েছে। শনিবার উপজেলার চিরাং ইউনিয়নের ছিলিমপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।

সান্দিকোনা ইউনিয়নের মনোয়ারা, চিরাং ইউনিয়নের ছিলিমপুর গ্রামের সুজনা, বাট্টা গ্রামের আঁখি ও সাজিউড়া গ্রামের কবিতা আক্তারসহ বিভিন্ন ভুক্তভোগীদের সাথে কথা বলে জানা যায়, আটককৃত প্রতারক নারী উপজেলার বিভিন্ন ব্যক্তির কাছ থেকে একটি বাড়ি একটি খামার প্রকল্পের নাম ভাঙ্গিয়ে ও টিসিবি'র পন্য দেয়ার নাম করে বিপুল অংকের অর্থ হাতিয়ে নেয়। বিভিন্ন সময় বিভিন্ন জনের কাছে ভিন্ন ভিন্ন নাম ও পরিচয়ে দীর্ঘদিন যাবত এই প্রতারণার সাথে জড়িত।

নারীর সাথে কথা বলে জানা যায়, তার নাম জোছনা আক্তার (৪৯)। গ্রামের বাড়ি নেত্রকোনা জেলার মদন থানা সদরে। তার স্বামী নেই।

কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মিজানুর রহমান আকন্দ জানান, আটককৃত নারীকে প্রতারণার দায়ে ছিলিমপুর গ্রামে সাধারণ জনতা ঘেরাও করলে পুলিশ থানা হেফাজতে নিয়ে আসে। তার বিরুদ্ধে মামলা হয়েছে। তাকে আদালতে প্রেরন করা হয়েছে।