কেন্দুয়া প্রতিনিধি : নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় ডাকাত দলের এক সদস্যকে গ্রেফতার করে ৭ রিমান্ড চেয়ে আদালতে প্রেরন করা হয়েছে। শনিবার উপজেলার পাইকুড়া ইউনিয়নের মজলিশপুর থেকে আটক করা হয়। আটককৃতের নাম মোঃ খোরশেদ আলম বাদশা। সে কিশোরগঞ্জের পাকুন্দিয়ার চর টেংগাপুর গ্রামের বাসিন্দা।

জানা গেছে, মজলিশপুর গ্রামের স্কুল সংলগ্ন আকন্দ পাড়ার ব্যবসায়ী কোবাদ আকন্দের বাড়িতে একদল মুখোশধারী ডাকাত পরিবারের সকলকে অস্ত্রের মুখে জিম্মি রেখে শুক্রবার (৩০ আগস্ট) দিবাগত গভীর রাত ডাকাতি শেষে নগদ ৭০ লাখ টাকা, ২২ ভরি স্বর্ণালঙ্কারসহ অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়। একজন ডাকাত দলছুট হয়ে যায়। পরে পাশের ফিশারিতে থাকা এক ব্যক্তি ও রাস্তা দিয়ে যাওয়া দুইজন অটো চালকের সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে এসময় ডাকাতের সাথে তাদের দস্তা-দস্তি।

পরে তাকে ধরে থানা হেফাজতে দেওয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ৬ সদস্যের ডাকাত দল চারটা ব্রিফকেস নিয়ে যায়। পথিমধ্যে ডাকাত বাদশা দলছুট হয়ে পড়লে স্থানীয় লোকজন তাকে ফেলে ।

কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মিজানুর রহমান আকন্দ জানান, এ বিষয়ে থানায় মামলা দায়ের হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরন করা হয়েছে।