নজরুল বিশ্ববিদ্যালয় সংবাদদাতা : উপাচার্যের অনুপস্থিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের জরুরি প্রশাসনিক ও অর্থিক দায়িত্ব পাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ও ভাষা সাহিত্য বিভাগের অধ্যাপক ড.ইমদাদুল হক হুদা।

রোববার (১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. তপন কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

তপন কুমার সরকার বলেন , গত ২৯ তারিখ সকল সরকারি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পালনের জন্য জ্যৈষ্ঠতার ভিত্তিতে অধ্যাপককে দায়িত্ব দেয়ার জন্য প্রজ্ঞাপন জারি করা হয় ।

শিক্ষামন্ত্রালয়ের জারীকৃত সেই প্রজ্ঞাপন অনুযায়ী নজরুল বিশ্ববিদ্যালয়ের আর্থিক ও প্রশাসনিক দায়িত্বের ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় প্রধানরা সকাল ১১ টায় মিটিং আহ্বান করেন। উক্ত মিটিংয়ে, বিশ্ববিদ্যালয়ের আর্থিক ও প্রশাসনিক দায়িত্ব জ্যেষ্ঠ অধ্যাপক ড. মো.ইমদাদুল হক হুদাকে দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

এই বিষয়ে সদ্য দায়িত্ব পাওয়া ইমদাদুল হক হুদা বলেন, আমাদের বিশ্ববিদ্যালয় গঠনের দায়িত্ব আমাদের। গঠনের পাশাপাশি বিশ্ববিদ্যালয়কে বিহরাগত অপশক্তি থেকে রক্ষার জন্য সচেষ্ট থাকতে হবে আমাদের।