ফুলবাড়ীয়া প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
প্রতিষ্টাবার্ষিকী উপলক্ষে রবিবার বিকেলে উপজেলা চত্ত্বরে আয়োজিত এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপজেলা বিএনপির আহবায়ক আখতারুল আলম ফারুক প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এসময় তিনি দেশের পূর্বাঞ্চলীয় কয়েকটি জেলাসহ বিক্ষিপ্তভাবে আরো কয়েকটি এলাকা সম্প্রতি বন্যা-প্লাবিত হওয়ায় লাখ লাখ মানুষ দুর্দশায় পড়েছেন। বন্যা কবলিত এসব মানুষ অসহায় জীবন-যাপন করছেন। বন্যাপীড়িত অসহায় মানুষের প্রতি সহানুভূতি প্রকাশ করেন এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে পাশে দাঁড়ানোর আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন- পৌর বিএনপি আহবায়ক এ,কে,এম শমসের আলী, যুগ্ম আহবায়ক ছাইফুল ইসলাম বাদল, শাহিনুর মল্লিক জীবন, পৌর যুগ্ম আহবায়ক আবুল ফজল, মাহাবুবুর রহমান সেলিম, বিএনপির নেতা মোয়াজ্জেম হোসেন তাপস, নাজমুল হক মাস্টার, রনি সরকার প্রমূখ।
পরে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং বন্যাদূর্গত অসহায় মানুষের কষ্টলাঘবে এবং সম্প্রতি বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।