নিজস্ব সংবাদদাতা : গত ১ সেপ্টেম্বর বিএনপি,র ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়া পরিষদ ময়মনসিংহ, জেলা মহানগর ও বাকৃবি শাখার আয়োজনে লবঙ্গ রেষ্টুরেন্টে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জিয়া পরিষদ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি ও সম্মিলিত পেশাজীবি পরিষদের সদস্য সচিব ডাঃ মোহাম্মদ আলী সিদ্দিকীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক শেখ ইউসুফ লিটনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন কৃষিবিদ প্রফেসর ডঃ মোঃ শাহজাহান,আরো বক্তব্য রাখেন প্রফেসর ডঃ আবদুল কুদ্দুছ, প্রফেসর ডঃ রফিকুল ইসলাম সরকার, প্রফেসর ডঃ হারুন অর রশিদ, প্রফেসর ডঃ শামসুল আলম ভুইয়া, প্রফেসর ডঃ আবুল কালাম আজাদ ডাঃ একেএম মুছা শাহীন ডাঃ পারভেজ শামস, ডাঃ মোঃ ইছহাক, প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, এস কে আলম, কৃষিবিদ ডঃ হেলাল উদ্দিন, ওয়াহিদা ইয়াছমিন লিপি, এডভোকেট সাজ্জাদুর রহমান নয়ন, এডভোকেট রেজাউল করিম, ডাঃ মাহবুবুর রহমান রশিদ গোলাপ, আসিফ হামজা তালুকদার।
সবশেষে বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্টপতি জিয়াউর রহমান ও ৫ আগষ্ট বৈষম্য বিরোধি আন্দোলনে নিহতদের রুহের মাগফেরাত কামনা করেন। এছাড়া দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করা হয়। নেতৃবৃন্দ বলেন দীর্ঘ ১৭ বছর পর আমাদের কথা বলার স্বাধীনতা পেয়েছি। এবার দুর্নীতিবাজ, সন্ত্রাসী ও জুলুমকারীর বিচার করা হবে। জাতীয়তাবাদী চেতনার সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।