কিশোরগঞ্জ সংবাদদাতা : কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় ধানের কুঁড়া মিশিয়ে ধনিয়া গুঁড়া তৈরি করার দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার সকাল পৌনে ১০ টার দিকে উপজেলার সদর ইউনিয়নে মিঠামইন মাছ বাজার সংলগ্ন কাটমহল এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন- রঞ্জন চন্দ্র দাস (২৪) এবং নন্দলাল দাস।

জানা যায়, সকালে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও মিঠামইন উপজেলা প্রশাসনের উদ্যোগে ওই বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালতটি পরিচালিত করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শোয়েব শাত-ঈল ইভান সহকারী কমিশনার (ভূমি) এবং সার্বিক সহযোগিতায় ছিলেন মিঠামইন সেনা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সেলিন।

এ সময় মিঠামইন মাছ বাজার সংলগ্ন কাটমহল এলাকায় মেসার্স সোনালী মসলা মিলে ধানের কুঁড়া মিশিয়ে ধনিয়া গুড়া তৈরির দায়ে দুই ব্যবসায়ীকে এক লাখ টাকা অর্থদণ্ড ও সাতদিনের কারাদণ্ড দেওয়া হয়।