কিশোরগঞ্জ সংবাদদাতা : কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে অনিম হাসান নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার বিকেল ৫টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী কালনী এক্সপ্রেস ট্রেনটি ভৈরব রেলস্টেশন অতিক্রম করার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত অনিম নরসিংদীর শিবপুর উপজেলার দত্তেরগাঁও মধ্যপাড়া এলাকার আশিকুর রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে সিলেটগামী কালনী এক্সপ্রেস ট্রেনটি ভৈরবে থামে না। তবে ঘটনার সময় ট্রেনটি স্টেশন এলাকায় পৌঁছামাত্র ট্রেন থেকে লাফ দিয়ে নামার চেষ্টা করেন অনিম হাসান।

এ সময় পা পিছলে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান অনিম।

ভৈরব রেলওয়ে থানার ওসি আব্দুল আলীম জানান, সিলেটগামী কালনী ট্রেনটি ভৈরবে বিরতি না থাকা সত্ত্বেও ওই যুবক নামতে গিয়ে কাটা পড়েন। এ সময় আরো দুজন গুরুতর আহত হন। তাদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে।