বাকৃবি সংবাদদাতা : বন্যার্ত ফেনী ও কুমিল্লা জেলার মানুষদের জন্য 'ফুড সেইফটি কিট বক্স’ তৈরি করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ইন্টারডিসিপ্লিনারি ইনস্টিটিউট ফর ফুড সিকিউরিটি (আইআইএফএস) বিভাগের শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা এই প্রকল্পের নাম নির্ধারণ করেছেন ‘আশা নীর’: ফুড সেফটি কিট'। প্রায় শতাধিক বানভাসি পরিবারকে সহায়তা করার উদ্দেশ্যে এই প্রকল্পটি গ্রহণ করা হয়েছে।

সোমবার (২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ফুড সেইফটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী ও অন্যতম সমন্বয়ক নুবাহ নাশিতা ফারিহাত বিষয়টি নিশ্চিত করেন।

শিক্ষার্থীরা তাদের কার্যক্রমকে চারটি ভাগে ভাগ করেছেন। পানি বিশুদ্ধকরণ সরঞ্জাম, স্যানিটারি সরঞ্জাম, ইমারজেন্সি ঔষধ সরবরাহ, এবং শক্তিবর্ধক ড্রাই ফুডস বিতরণ।

কিট বক্স সম্পর্কে নুবাহ নাশিতা বলেন, একটি কিট বক্সে চারজনের একটি পরিবারের অন্তত তিনদিনের ব্যবহারের জন্য পরিমাণমত পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, ব্লিচিং পাউডার এবং প্রয়োজনীয় ঔষধ রাখা হয়েছে।

প্রয়োজনীয় ঔষধ এর মধ্যে রয়েছে বমির ঔষধ, ভিটামিন সি সাপ্লিমেন্ট, এন্টাসিড, কাশির ঔষধ, ডায়রিয়ার জন্য মেট্রোনিডাজল এবং প্যারাসিটামল। কিটবক্সে আরো থাকছে ক্ষতস্থানের জীবাণু প্রতিরোধের জন্য হেক্সিসল, ব্যান্ডেজসহ অন্যান্য সামগ্রী এবং শক্তিবর্ধক হিসেবে চকলেট বিস্কুট ও প্রোটিনের সাপ্লিমেন্ট হিসেবে বাদাম বিতরণ করা হবে।

তিনি আরো বলেন, বন্যার্তদের জন্য হ্যান্ড মেড ওয়াটার ফিল্টার বানানোর চেষ্টা চলছে বলে জানায় নুবাহ। ওই ফিল্টারগুলোর সাহায্যে প্রায় দুই মাস পানি বিশুদ্ধকরণ করা সম্ভব হবে।

ওই বক্স বিতরণ কার্যক্রম সম্মন্ধে নুবাহ বলেন, যেসব জেলায় পানি নেমে যেতে শুরু করেছে সেসব স্থানে আমরা কিটবক্স বিতরণ কার্যক্রম চালাবো। প্রাথমিকভাবে আমরা ফেনী ও কুমিল্লা জেলার প্রায় ১০০টি বানভাসি পরিবারের মধ্যে কিটবক্স বিতরণ করবো। আশা করছি, আমাদের এই উদ্যোগ বন্যাদুর্গত মানুষের দুর্ভোগ কিছুটা হলেও লাঘব করবে।