ভালুকা প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় বিভিন্ন কারখানায় চাকরি দাবিতে বুধবার (০৪ সেপ্টেম্বর) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক বেকার যুবক প্রায় দেড় ঘন্টা অবরোধ করে রাখে। উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের মাস্টারবাড়ি এলাকায় আনুমানিক ৩/৪শতাধিক বেকার ওই অবরোধ কর্মসূচি পালন করে। বিভিন্ন মিলের কর্মরত শ্রমিকদের হামলায় ১০/১২জন আন্দোলনকারী বেকার যুবক আহত হন। পরে, খবর পেয়ে সেনা, থানা ও শিল্প পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে।

থানা পুলিশ ও স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, বিভিন্ন কারখানায় চাকরি প্রত্যাশী আনুমানিক ৩/৪শতাধিক যুবক বুধবার (০৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে আটটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নেমে আসে এবং ওই সময় তারা চাকরির দাবিতে বিক্ষোভ করতে থাকে। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। তারা স্থানীয় একাধিক কারখানা গেইটে গিয়ে ধাক্কাধাক্কি করেন। ওই সময় তারা কারখানায় কর্মরত শ্রমিকরা হামলা করে ১০/১২জন আন্দোলনকারী বেকার যুবক আহত হন। খবর পেয়ে সেনা সদস্য, থানা ও শিল্প পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে সড়ক অবরোধকারীরা চলে যায়।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ কামাল আকন্দ জানান, চাকরির দাবিতে কিছু বেকার যুবক মহাসড়কে নেমে ছিল। খবর পেয়ে সেনা সদস্য ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে যুবকরা যে যার মত চলে যায়।