টাঙ্গাইল সংবাদদাতা : টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই শিল্পাঞ্চল এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন।
মঙ্গলবার বিকেলে মির্জাপুরের গোড়াই শিল্পাঞ্চল এলাকার গোড়াই ফ্লাইওভারের নিচে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময়ে সেনা এবং পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জানা যায়, গার্মেন্টস ও অন্যান্য শিল্প কারখানা নিজেদের দখলে নেয়ার জন্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কেন্দ্রীয় বিএনপির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী গ্রুপ এবং টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য ও বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির সভাপতি ফিরোজ হায়দার খান গ্রুপের সদস্যদের মধ্যে সংঘর্ষ হয়। উভয় গ্রুপের সদস্যদের হাতেই দেশীয় অস্ত্র, রামদা, চাইনিজ কুড়াল, লোহার রড, বাঁশের লাঠি ও কাঁচের বোতল দেখা যায়।
সংঘর্ষের একপর্যায়ে আবুল কালাম আজাদ সিদ্দিকী গ্রুপের লোকজন ফিরোজ হায়দার খান গ্রুপের লোকদের ধাওয়া দিলে তারা ফ্লাইওভারের নিচে অবস্থান নেয় এবং ০৩ টি মটর সাইকেলে আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়।