নালিতাবাড়ী প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নালিতাবাড়ী উপজেলা জামায়াতে ইসলামী।

বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে প্রেসক্লাব নালিতাবাড়ীর সভাকক্ষে সাংবাদিকদের সাথে নালিতাবাড়ী জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের সাথে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা জামায়াতের পৌর বায়তুল মাল সম্পাদক আঃ মোমেন এর উপস্থাপনায় এবং উপজেলা জামায়াতের আমির মাওঃ আফছার উদ্দিন সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের সেক্রেটারী শাহাদাত হোসেন বিএসসি, প্রচার সম্পাদক ব্যবসায়ী আয়ুব আলী, শেরপুর জেলা শহরের পৌর জামায়াতের নায়েবে আমির গোলাম কিবরিয়া, পৌর জামায়াতের সভাপতি দ্বীন মোহাম্মদ, উপজেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি ব্যবসায়ী আবু সিনা মোঃ জোবায়ের, প্রেসক্লাবের উপদেষ্টা এম এ হাকাম হীরা, সামেদুল ইসলাম তালুকদার, সহসভাপতি বিপ্লব দে কেটু, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, আল হেলাল প্রমুখ।

সভায় জামায়াত নেতৃবৃন্দরা সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন। এসময় নালিতাবাড়ী উপজেলা, পৌর জামায়াত নেতৃবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।