কেন্দুয়া প্রতিনিধি : নেত্রকোণার কেন্দুয়ায় বাড়ির সীমানা ও ঘর তোলাকে কেন্দ্র করে শিক্ষকের উপর হামলা, জখম, শ্লীলতাহানি ও লুটপাটের ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাতে রেনুয়ারা বেগম (৫০) বাদী হয়ে তাইতুল ইসলাম (৫৫), তরিকুল ইসলাম(৩৫), মোছাঃ তানিয়া আক্তার(২৭) ও সোনিয়া আক্তার(২৫) নামে চারজনকে আসামি করে এ এজাহার দায়ের করেন ।

এতে উল্লেখ করা হয় যে, গত ২ সেপ্টেম্বর সকালে মিস্ত্রী দিয়ে বাদীর নিজ বাড়িতে থাকার ও গোয়াল ঘর তৈরি করতে গেলে বিবাদীরা মিস্ত্রী তুলা মিয়ার উপর চড়াও হয়।

এ সময় রেনুয়ারা বেগম বাধা দিতে গেলে বিবাদীরা রড দিয়ে উপর্যুপরি আঘাত করে ও শ্লীলতাহানি করে। এরপর রেনুয়ারা বেগমের মেয়ে রোম্পা (২৮), স্বামী রফিকুল ইসলাম (৬৫) ও ওয়াহাব (৬৫) তাকে উদ্ধার করতে এলে দেশীয় অস্ত্র দিয়ে আক্রমণ করে গুরুতর আহত করে। এদের মধ্যে রোম্পা (২৮) ও রফিকুল ইসলাম (৬৫) ময়মনসিংহ মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। তাছাড়া উল্লেখিতবিবাদীরা রোম্পার জামা কাপড় চিড়ে বিবস্ত্র করা, তার স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়।

বুধবার (৪ সেপ্টেম্বর) সরেজমিনে উপজেলার দলপা ইউনিয়নের রামনগর গ্রামে জানা যায়, দীর্ঘদিন যাবত বাড়ির সীমানা নিয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক (অবসরপ্রাপ্ত) রফিকুল ইসলাম ও তাইতুল ইসলাম এই দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব বিরাজমান ছিলো। সর্বশেষ এরই জেরে এই লিখিত অভিযোগ। বিবাদী রেনুয়ারা বেগমের সাথে কথা হলে তিনি বলেন, আমার স্বামী ও মেয়ের অবস্থা ভালো নয়। আমি এর সঠিক বিচার চাই।

অভিযুক্ত মোছাঃ তানিয়া আক্তার বলেন, দরবারের সিদ্ধান্ত না মেনে ঘর তুলতে গেলে আমরা বাধা দিতে যাওয়ায় আমাদের ওপর চড়াও হয় ওরা। এতে আমাদের অনেকেই আহত হয় এবং দু'জন নেত্রকোণা সদর হাসপাতালে ভর্তি রয়েছে।

কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ মুঠোফোনে জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।