কেন্দুয়া প্রতিনিধি : নেত্রকোনার কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র আসাদুল হক ভূঁইয়া কে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার ৪ সেপ্টেম্বর র্যাবের একটি দল ঢাকা থেকে তাকে আটক করে। কেন্দুয়া থানা পুলিশের হাতে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান আকন্দ মুঠোফোনে জানান ধৃত আসাদুল হক ভূইয়া কেন্দুয়া থানায় দায়েরকৃত দুই মামলায় আসামী। ঢাকা থেকে র্যাবের একটি দল তাকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে। বৃহস্পতিবার তাঁকে দুই মামলায় গ্রেপ্তার দেখিয়ে নেএকোনা আদালতে সোপর্দ করা হবে তিনি জানান।