তারাকান্দা প্রতিনিধি: ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় ভর্তুকি মূল্যে সারাদেশে নিম্ন আয়ের এক কোটি পরিবার নিকট টিসিবির নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি কার্যক্রমের অংশ হিসেবে তারাকান্দা সদর ইউনিয়নে টিসিবি কার্ডের মাল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে ইউনিয়নে নিম্ন আয়ের মানুষের মাঝে টিসিবির পণ্য বিতরণ কার্যক্রম শুরু হয়। এতে ১৬৬২ জনকে স্বচ্ছতার মাধ্যমে টিসিবি পণ্য প্রদান করা হয়। তার মধ্যে ছিলো চাল, ডাল,তেল।
টিসিবির মাল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন, তারাকান্দা সদর ইউপি চেয়ারম্যান খাদিমুল আলম শিশির তিনি জানান, টিসিবি পণ্য বিতরণে জন্য তিনটি স্পটের মাধ্যমে সহজেই ভুক্তভোগী কার্ডধারী মাল ক্রয় করতে পারে এজন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে।