ঈশ্বরগঞ্জ প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা মরিচারচার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরাফ উদ্দিনের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, দূর্নীতি, অর্থ আত্মসাৎ ও দলবাজী করার অভিযোগে মানববন্ধন করেছেন স্থানীয়রা। বৃহস্পতিবার দুপুরে ওই বিদ্যালয়ের সামনে এলাকাবাসীর মানববন্ধর অনুষ্ঠিত হয়।

অভিযোগে জানা যায়, প্রধান শিক্ষক স্থানীয় একটি প্রভাবশালী পরিবারের লোক হওয়ায় এবং বিগত সরকারের সমর্থক থাকায় প্রভাব দেখিয়ে কমিটির লোকদের আমলে না নিয়ে নিজ ইচ্ছা মতো সাধারণ শিক্ষার্থীদের উপর বিভিন্ন প্রকার ফিস ধার্য্য করে আদান করেন। এবং সাম্প্রতি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যদের অবহিত না করেই গোপনে অফিস সহকারী, ল্যার এ্যাসিস্ট্যান ও পরিচন্নতা কর্মী এ তিনটি পদে মোটা অংকের টাকা নিয়ে লোক নিয়োগ করেন।

এ বিষয়ে বিদ্যালয়ের অভিভাবক সদস্য নয়ন চৌধূরী জানান, বিজ্ঞপ্তি প্রকাশের পূর্বে আমাদের সাথে আলোচনা হলেও পরে আর কিছু না জানিয়ে নিয়োগ প্রক্রিয়া সম্পুন্ন করেছেন প্রধান শিক্ষক সরাফ উদ্দিন।

সরজমিনে গেলে স্থানীয় একাধিক ব্যাক্তি অভিযোগ করে জানান, বিদ্যালয় থেকে পাশ করা শিক্ষার্থীদের কাছ থেকে মার্কশীট, প্রশংশাপত্রের জন্য পাঁচশ টাকা হাবে আদায় করা হয়।

এলাকাবাসীর পক্ষে শফিকুল ইসলামের লিখিত অভিযোগে জানা যায়, গতবছর সরকারী প্রনোদনার ৫লাখ টাকা কোনপ্রকার কাজ না করে আত্মসাত করেছেন প্রতিষ্ঠান প্রধান।

নিয়োগের বিষয়ে তৎকালীন সভাপতি আব্দুস ছাত্তারের সাথে কথা হলে তিনি বলেন, নিয়োগ প্রত্রিয়াটি যথাযথ নিয়ম মেনে করা হয়েছে।

প্রধান শিক্ষক সরাফ উদ্দিন তার বিরুদ্ধে আনীত অভিযোগ গুলো মিথ্যা ভিত্তিহীন দাবী করে বলেন, নিয়োগ কার্যক্রম নিয়ম মাফিক ডিজি প্রতিনিধি ও নিয়োগ বোর্ডের উপস্থিতিতে অত্যান্ত স্বচ্ছতার সাথে করা হয়েছে। এখানে কোন লেনদেন হয়নি।

উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার বলেন, এরকম অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি ঘটন করে, প্রতিবেদনের পর যথাযথ ব্যবস্থা নেয়া হবে।