গৌরীপুর প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের দ্বি-বার্ষিক কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার রাত ৯ টায় পৌর শহরের বেগ প্লাজায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভার ২য় অধিবেশনে এ কমিটি গঠন করা হয়। সর্বসম্মতিক্রমে মোঃ শাহ্জাহান কবির হীরাকে সভাপতি ও এইচটি তোফাজ্জল হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত সভার প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন সংগঠনের সদ্যবিদায়ী কমিটির সভাপতি বেগ ফারুক আহাম্মদ, দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন সাংবাদিক মশিউর রহমান কাউসার।