নালিতাবাড়ী প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় শান্ত সরকার নামে এক যুবক ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। শান্ত নালিতাবাড়ী উপজেলার যোগানিয়া ইউনিয়নের পশ্চিম কাপাশিয়া গ্রামের নিরঞ্জন চন্দ্র সরকারের ছেলে।

২০ বছর বয়সী যুবক শান্ত বৃহস্পতিবার নোটারী পাবলিকে এফিডেভিট করার মাধ্যেমে স্বেচ্ছায় হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। তার নতুন নাম রাখা হয় আবদুল্লাহ আল সুফিয়ান। এর আগে তিনি স্থানীয় এক ইমামের কাছে কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন।

শান্ত ওরফে আবদুল্লাহ আল সুফিয়ান জানান তিনি ইসলামের সৌন্দর্য ও তা সত্য জেনে সেচ্ছায় ইসলাম গ্রহণ করেছেন। শান্ত ওরফে আবদুল্লাহ আল সুফিয়ান এক ভিডিও বার্তায় কসবার কাছে দোয়া চান।

ইসলাম ধর্ম গ্রহণ করায় আবদুল্লাহ আল সুফিয়ানকে ফেসবুকে অনেকেই তার প্রশংসা করছেন। তবে এই যুবকের পুর্নবাসনের জন্য নালিতাবাড়ীর বিত্তবানদের এগিয়ে আসার আহবান করেছেন অনেকে।

শান্ত ওরফে আবদুল্লাহ আল সুফিয়ান বলেন, আমি ইসলামকে সত্য জেনে বুঝে গ্রহন করেছি। ইসলামকে গ্রহণ করতে কেউই আমাকে জোর-জবরদস্তি করে নাই। আমাকে কেউ টাকা-পয়সার প্রলোভন দেখায়নি।