কেন্দুয়া প্রতিনিধি : কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, নেত্রকোনা জেলা বিএনপির সদস্য সচিব ড.রফিকুল ইসলাম হিলালী প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন চাঁদাবাজদেরকে বিএনপি সমর্থন করেনা। দলীয় নাম দিয়ে যারা চাদাঁ আদায় করে বা করবে তাদের প্রত্যেককে আইনের আওতায় এনে বিচার করা হবে, তাদের বিরুদ্ধে মামলা হবে। বিএনপি তাদের সমর্থন করে না, সুন্দর আচরনের মাধ্যমে জনগনকে বিএনপিতে আকৃষ্ট করতে হবে।

(৬ সেপ্টেম্বর) বৃহস্পতিবার বিকেলে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সান্দিকোণা স্কুল এন্ড কলেজের মাঠে ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সান্দিকোণা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ নজরুল ইসলাম এর সভাপতিত্বে ,ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রোখন উদ্দিন ভুঁইয়া পরিচালনায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা নেত্রকোনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম মনিরুজ্জামান দুদু , উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান ভূঁইয়া মজনু কেন্দুয়া পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ ডিলার,সাধারন সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান, উপজেলা কৃষক দলের সভাপতি মাহবুব আলম মহসিন, উপজেলা যুব দলের আহ্বায়ক মোঃ মাইন উদ্দিন প্রমুখ।