নিজস্ব সংবাদদাতা : ময়মনসিংহে কানাই বলাই মন্দিরে শ্রী শ্রী রাধা গোবিন্দের অষ্টকালীন লীলা কীর্তন উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করেছেন যুবদল নেতৃবৃন্দ।

গত বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাতে নগরীর মহারাজা রোডের কানাই বলাই মন্দিরে ৫৬ প্রহর কীর্তনের শেষ দিনে ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সভাপতি রোকনুজ্জামান সরকার রোকন মন্দির কমিটি ও ভক্তবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। তিনি যুবদলের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান এবং নির্বিঘ্নে পুঁজা অর্চনা করতে হিন্দুধর্মালম্বীদের প্রতি আহ্বান জানান।

যুবদলের সভাপতি রোকনুজ্জামান সরকার রোকন বলেন, ৫ আগস্ট একটি পরিবর্তন হয়েছে। ছাত্র-জনতার আন্দোলন করে অধিকার আদায়ে ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করেছে। পরিবর্তনের সংঘে সংঘে কিছু গুজব, কিছু দুস্কৃতিকারি, সুযোগ সন্ধানী সমাজের নিকৃষ্ট মানুষেরা সুযোগ নেয়ার চেষ্টা করেছে। আমাদের বিএনপির পক্ষ থেকে বেশ কয়েকদিন আপনাদের পাশে থেকেছি। ভবিষ্যতেও থাকবো।

আপনারা নির্বিঘ্নে আপনাদের ধর্মীয় অনুষ্ঠান চালিয়ে যাবেন। এসময় হিন্দুধর্মালম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দসহ যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।