কলমাকান্দা প্রতিনিধি: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় জুয়েল ভূইয়া নামের এক বিএনপি নেতাকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার উপজেলা বিএনপির আহ্বায়ক এম.এ খায়ের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। বহিষ্কৃত ওই নেতা কৈলাটী ইউনিয়ন বিএনপির যুব বিষয়ক সম্পাদক।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ, দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকান্ডে জড়িত ও চাঁদাবাজির সুস্পষ্ট অভিযোগ থাকায় কৈলাটী ইউনিয়ন বিএনপির যুব বিষয়ক সম্পাদক জুয়েল ভূইয়াকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। তাছাড়া ওই বহিস্কৃত নেতা জুয়েল ভূইয়া যদি কোথায় কোন ধরণের বিশৃঙ্খলা, সন্ত্রাসী কার্যক্রম বা চাঁদাবাজির চেষ্টা করে তাহলে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করার অনুরোধ জানানো হয়।

এ বিষয়ে বহিষ্কৃত নেতা জুয়েল ভূইয়ার বক্তব্য জানার চেষ্টা করলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।