কেন্দুয়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে শহীদ দুই পরিবারকে নগদ আর্থিক সহায়তা প্রদান করেছেন জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব, জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি, বিএনপি নেতা রোটারিয়ান এম নাজমুল হাসান।

শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে উপজেলার মাসকা ইউনিয়নের পিজাহাতি গ্রামের শহীদ তোফাজ্জল হোসেন ও মোজাফরপুর ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামের শহীদ আলী হোসেনের কবর জিয়ারত করে তাদের পরিবারের লোকজনের হাতে নগদ ১০ হাজার টাকা করে এ আর্থিক সহায়তা তুলে দেন।

এ সময় বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান আলী আকবর তালুকদার মল্লিক,মাসকা ইউনিয়ন এর সাবেক বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান খুকুমণি, বিএনপি নেতা শহিদুল ইসলাম বাচ্চু, উপজেলা যুবদল নেতা এমএ মতিন রুমেন, স্বেচ্ছাসেবক দল নেতা রুমান আহম্মেদ, আনিসুজ্জামান সোহাগ, রবিন আহমেদসহ বিপুলসংখ্যক দলীয় নেতাকর্মী তার সাথে ছিলেন।

এছাড়া উপজেলার বেশ কয়েকজন বিএনপির প্রয়াত নেতা ও কর্মীর কবর জিয়াতরসহ তাদের পরিবারের খোঁজ-খবরও নেন রোটারিয়ান নাজমুল হাসান।