ভালুকা প্রতিনিধি :ময়মনসিংহের ভালুকায় যৌথ বাহিনীর অভিযানে জেলা যুবদল নেতাসহ ২জন গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন,জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মোহাইমিনুল ইসলাম তালুকদার(৪০) ও মিজানুর রহমান (২৫)। তাদেরকে বৃহস্পতিবার দুপুরে যৌথবাহিনীর সদস্যরা পুরুড়া ও ভালুকা পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করেন। যৌথবাহিনীর পক্ষ থেকে একটি মামলা হয়েছে।

জানাযায়, গত ৫আগস্ট অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে উপজেলা পুরুড়া গ্রামের মৃত মতি মাস্টারের ছেলে জেলা যুবদল নেতা মোহাইমিনুল ইসলাম তালুকদার তার দলবল নিয়ে ট্রাফিক পুলিশ অফিসারের উপর হামলা ও উপজেলার বিভিন্ন এলাকায় ব্যবসায়ীদের কাছে ব্যাপক হারে চাঁদাবাজি শুরু করেন। এ সব অভিযোগের প্রেক্ষিতে যৌথ বাহিনীর সদস্যরা মোহাইমিনুলকে গ্রেফতার করে। তাঁর স্বীকারোক্তিতে মিজানুর রহমানকে যৌথবাহিনী গ্রেফতার করে। এ ঘটনার প্রেক্ষিতে কেন্দ্রিয় যুবদলের দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তাঁকে বহিঃস্কার করা হয়েছে।

ভালুকা মডেল থানার অফিসার (ইনচার্জ) শাহ কামাল আকন্দ জানান, যৌথবাহীনির হাতে গ্রেফতারকৃতদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।