নেত্রকোনা সংবাদদাতা : নেত্রকোনায় সেনাবাহিনীর যৌথ অভিযানে পুলিশের কাছ থেকে লুট হওয়া একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। এছাড়াও জেলার বিভিন্ন এলাকা থেকে নারীসহ মোট পাঁচজনকে আটক করা হয়েছে।

শুক্রবার রাতে ক্ষুদে এসব তথ্য নিশ্চিত করেন সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত মেজর জিসানুল হায়দার। পরদিন শনিবার হোয়াটসঅ্যাপে প্রেস বিজ্ঞপ্তি পাঠিয়ে আটকদের পরিচয় নিশ্চিত করা হয়।

আটককৃতরা হলেন-পূর্বধলা উপজেলার জামাইকোনা গ্রামের মৃত তালেব আলী সরকারের ছেলে মো. আতাউর রহমান (৩৯), জালশুকা গ্রামের আব্দুল কাদিরের ছেলে মো. শফিকুল ইসলাম (২৩), গোহালাকান্দা গ্রামের আসাদুজ্জমানের (ডানু) ছেলে মো. সাব্বির হোসেন খান (১৮), ময়মনসিংহের গোরীপুর উপজেলার ময়লাকান্দা গ্রামের ছোটন সরকারের স্ত্রী জান্নাতুল ফেরদৌস (২৬) ও শ্যামগঞ্জের জালশুকার আব্দুল কাদেরের ছেলে মো. আমিনুল ইসলাম (২৫)। শুক্রবার পূর্বধলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

জানা গেছে, শুক্রবার নামাজ পড়ার ছলে পূর্বধলার জালশুকা কুমুদগঞ্জ জামে মসজিদে অস্ত্র রেখে যায়। শপিং ব্যাগে মোড়ানো পড়ে থাকা ব্যাগে অস্ত্র পেয়ে সেনাবাহিনীকে খবর দিলে সেখান থেকে আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করে যৌথবাহিনী। ফেলে যাওয়া ব্রাজিলিয়ান ব্র্যান্ডের একটি নাইন এম এম পিস্তলটি গত ৪ আগস্ট পূর্বধলায় পুলিশের কাছ থেকে লুট হয়েছিল।

পাঠানো বিজ্ঞপ্তিতে সেনাবাহিনীর মেজর জিসানুল হায়দার জানান, দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নেত্রকোনা জেলা পুলিশের কাছ থেকে ১০টি নাইন এমএম পিস্তল, ২৬টি ম্যাগাজিন, ৪২০ রাউন্ড পিস্তল এ্যমোনিশন, ৪০ রাউন্ড রাইফেল এ্যমোনিশন এবং ৩২টি টিয়ার গ্যাস শেল পূর্বধলার শ্যামগঞ্জ বাজার থেকে ৪ আগস্ট লুট হয়। লুটকৃত অস্ত্র বারুদ এবং অন্যান্য অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে গত ৪ সেপ্টেম্বর সেনাবাহিনীর নেতৃত্বে বিজিবি, পুলিশ, র‌্যাব এবং আনসার সদস্যদের সমন্বয়ে যৌথ অভিযান শুরু হয়। এরই প্রেক্ষিতে গত ৫ সেপ্টেম্বর নেত্রকোনা সেনা ক্যাম্পের ক্যাপ্টেন সাজিদ বিন রওশনের নেতৃত্বে এবং ম্যাজিস্ট্রেট সঞ্জীত সরকারের উপস্থিতিতে রাতভর পূর্বধলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অস্ত্র লুটের সাথে জড়িত সন্দেহে পাঁচজনকে বিভিন্ন স্থান থেকে আটক করা হয়।

পূর্বধলা সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট এ এন এম আকিবের নেতৃত্বে আটকদের জিজ্ঞাসাবাদ করা হয়। অস্ত্র লুটের উদ্ধার অভিযান অব্যাহত থাকবে বলেও জানায়।