ঈশ্বরগঞ্জ প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে রিক্সা সমবায় সমিতি’র নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টা বিকেলে ৪টা পর্যন্ত ভোট অনুষ্ঠিত হয়।
সভাপতি ও সহ-সভাপতি দু’টি পদে ভোট প্রদান করেন ২৫৩জন, মোট ভোটার ছিলো ৩১৭জন। নির্বাচনে সভাপতি পদে মো: মিনার মিয়া ১৩৯ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্ধি ছাতা প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ১০৮ ভোট।
সহ-সভাপতি পদে ফুটবল প্রতীক নিয়ে জলিল মিয়া ১৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্ধি প্রার্থী আ: হান্নান হরিণ প্রতীক নিয়ে ১১৩ ভোট পেয়েছেন।
ত্রি-বার্ষিক নির্বাচন পরিচালনা করেন উপজেলা সমবায় অফিসের কর্মকর্তারা। ২১টি পদেমর মধ্যে ১৯টি পদে পূর্বেই বিনাপ্রতিদ্বন্ধিতায় নিবাচিত হয়েছেন।