সাগর তালুকদার: ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় কর্মরত গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন (উঃ জেলা) বিএনপির যুগ আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার।

রবিবার সিক্স সিজন রেস্টুরেন্টে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় মোতাহার হোসেন তালুকদার বলেন, ইয়াজিদের বংশধর ফ্যাসিস্ট হাসিনা সরকার, গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ থাকা অবস্থায় চিকিৎসা করতে দেয়নি, অমানবিক আচরণ করেছেন।

গত ৫ আগষ্ট ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতনের পর এখন নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে। তারুণ্যের অহংকার তারেক রহমানের নির্দেশনায় কল্যাণমুখী কাজে বিএনপি সোচ্ছার রয়েছে। যে কোন অন্যায়-অবিচার দূর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াবে বিএনপি।

সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, বিদায়ী স্বৈরাচারি শাসক ডিজিটাল এ্যাক্ট আইনের মাধ্যমে সাংবাদিদের স্বাধীন মত প্রকাশে কন্ঠরোধ করেছিল।

প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্টাতা শহীদ জিয়াউর রহমান দেশে গণতন্ত্র ফিরিয়ে এনে স্বাধীনমত প্রকাশের সুযোগ সৃষ্টি করে দিয়েছিলেন।

গত ১৫টি বছর স্বৈরাচার হাসিনা সরকারের কারনে যা মাঝ পথে থমকে গেলেও এখন সেই সুযোগ হয়েছে। দেশ ও জনকল্যাণে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন এই প্রত্যাশা করছি।

এ সময় উপস্থিত ছিলেন,তারাকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম, (উঃ জেলা) বিএনপির সদস্য কাজি আব্দুল বাতেন, শামিম তালুকদার,রাসেল মন্ডল,ইবনে কাশেম মাষ্টার,রফিকুল ইসলাম মাষ্টার,ইয়াছিন আলি মেম্বার, তারাকান্দা উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক আসাদুল হক মন্ডল,তারাকান্দা উপজেলা ছাত্রদলের আহবায়ক আলমগীর হোসেন রকি প্রমূখ।