ঈশ্বরগঞ্জ সংবাদদাতা : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নের মাঝিয়া কান্দি গ্রামে শর্মিলা আক্তার নামে এক কিশোরী ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
রোববার (৮ সেপ্টেম্বর) সকার ৯টার দিকে মাঝিয়া কান্দি গ্রামের রতন মিয়ার বাড়ি থেকে ওই কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ইউপি সদস্য সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত শর্মিলা আক্তার উপজেলার মাঝিয়াকান্দি গ্রামের রতন মিয়ার মেয়ে।
নিহতের স্বজন ও এলাকাবাসী জানায়, মায়ের সাথে পারিবারিক কলহের জেরে ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
রোববার ভোরে পারিবারিক বিষয় নিয়ে মায়ের সাথে কথা কাটাকাটি হয়। পরে ঘরে গিয়ে দরোজা বন্ধ করে দেন শর্মিলা। সকাল ৯টায় ঘরের দরজা না খোলায় তাকে ডাকাডাকি করে কোনো উত্তর না পেয়ে বাড়ির লোকজন ঘরের দরোজা ভেঙে তাকে ফাঁসিতে ঝুলতে দেখেন। ঘটনাটি জানিয়ে বাড়ির লোকজন পুলিশে খবর দেয়।
পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে শর্মিলার লাশ উদ্ধার করেন। পরবর্তীতে সুরতহাল প্রতিবেদন শেষে লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। পারিবারিক কলহের জেরে এ আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের লোকজনের সাথে কথা বলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।