হালুয়াঘাট প্রতিনিধি: ময়মনসিংহের হালুয়াঘাটে সাংবাদিকদের সাথে জামায়াতের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকেলে হালুয়াঘাট উলামা কল্যাণ ফাউন্ডেশন কার্যালয়ে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী হালুয়াঘাট পৌর শাখার সভাপতি প্রভাষক খালেদ আহমদ শামছুল আলম পনির।

প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী হালুয়াঘাট শাখার আমির মাস্টার মোয়াজ্জেম হোসেন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী হালুয়াঘাট শাখার সেক্রেটারী জহুরুল হাসান আকন্দ, বায়তুল মাল সম্পাদক ও শুরা সদস্য মাওঃ আবু বকর সিদ্দিক, জামায়াতে ইসলামী হালুয়াঘাট শাখার রোকন মাওঃ মোখলেছুর রহমান সহ সাংবাদিকবৃন্দ।