শেরপুর প্রতিনিধি : শেরপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম মতবিনিময় সভা করেছেন। এ সময় তিনি শেরপুরকে নিরাপদ জেলা হিসেবে রূপান্তর করার প্রত্যয় ব্যক্ত করেন।
৮ সেপ্টেম্বর শেরপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ের হলরুমে সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় নবাগত পুলিশ সুপার বলেন, শেরপুরবাসি জেলা পুলিশকে সহায়তা করবে এবং আমরা আইনশৃঙ্খলাসহ অন্যান্য অর্পিত দায়িত্ব ঐকতান মিলিয়ে একসাথে সমন্বয়ের মাধ্যমে সকল সমস্যার সমাধান করে শেরপুরকে একটি সুন্দর, সাবলীল এবং নিরাপদ ও মডেল জেলা হিসেবে রূপান্তর করতে চাই।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খোরশেদ আলম পিপিএম (সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার), গোয়েন্দা বিভাগের ডিআই-১ আবিদুর রহমানসহ, অন্যান্য পুলিশ কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।