কলমাকান্দা প্রতিনিধি: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে ৮০০শত ঘনফুট বালু জব্দ করেছে। পরে জব্দকৃত বালু নিলাম ডাকের মাধ্যমে সর্বোচ্চ দরদাতা শফিকুল ইসলামের নিকট ৪১ হাজার ৫০০ টাকায় বিক্রি করা হয়। গত রোববার সন্ধ্যায় এ নিলাম ডাক অনুষ্ঠিত হয়। এতে নয়জন অংশ নেন।

এরআগে গত শনিবার রাতে খারনৈ ইউনিয়নের বরদল এলাকায় অভিযান চালিয়ে এসব বালু জব্দ করেন সহকারি কমিশনার (ভূমি) মো. শহিদুল ইসলাম। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অবৈধ বালু পরিবহনের দায়ে সরবেশ মিয়া নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। রোববার নিলাম ডাকে উপস্থিত ছিলেন- সেনাবাহিনীর ক্যাপ্টেন মো. আসিফ প্রামানিক নুহাস, নিলাম ডাক কমিটির আহ্বায়ক উপজেলা প্রকৌশলী মো. মমিনুল ইসলাম, সদস্য সচিব উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মমিনুল ইসলাম, সদস্য জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের উপসহকারি প্রকৌশলী মো. নজরুল ইসলাম।

সহকারি কমিশনার (ভূমি) মো. শহিদুল ইসলাম বলেন, অবৈধ বালু পরিবহনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী সরবেশ মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে নিলাম কমিটির মাধ্যমে ওই বালু সর্বোচ্চ দরদাতা শফিকুল ইসলামের নিকট ৪১ হাজার ৫০০ টাকায় বিক্রি করা হয়।