কিশোরগঞ্জ সংবাদদাতা : বউয়ের সাথে অভিমান করে বাড়ি ছাড়েন। এরপর কেটে যায় বহু সময়। পার হয় দিন-মাস-বছর। এভাবে প্রায় ৩২ বছর অতিবাহিত হয়।

সম্প্রতি ফেসবুকের এক পোস্টের মাধ্যমে তাকে চিনতে পারেন বাড়ির লোকজন। অবশেষে প্রশাসনের সহায়তায় বাড়ি ফিরেন ওই ব্যক্তি।

এটি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার দক্ষিণ চরটেকী গ্রামের ঘটনা। বাড়ি ফেরা ওই ব্যক্তির নাম মো: মুর্শিদ মিয়া (৭০)। তিনি ওই গ্রামের মরহুম শাহিদ ব্যাপারির ছেলে।

রোববার (৮ সেপ্টেম্বর) দুপুরে পাকুন্দিয়া থানা প্রশাসনের সহযোগিতায় বাড়ির লোকজন তাকে নরসিংদী জেলার বেলাব উপজেলা থেকে উদ্ধার করে বাড়ি নিয়ে যান।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আসাদুজ্জামান টিটুর (পিপিএম-সেবা) এক ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি জানাজানি হয়।

পাকুন্দিয়া থানার ওসি (তদন্ত) মো: মোবারক হোসেন বলেন, আমার বাড়ি নরসিংদী জেলার বেলার উপজেলার ধুকুন্দি গ্রামে। আমাদের গ্রামের সাহাজ উদ্দিন মাস্টারের বাড়িতে দীর্ঘদিন ধরে শ্রমিকের কাজ করতেন মুর্শিদ মিয়া। গত কয়েক মাস ধরে কিছুটা বয়োবৃদ্ধ ও শারীরিকভাবে অসুস্থ্য হয়ে পড়েন মুর্শিদ। তার মধ্যে নিজের বাড়িতে ফেরার ইচ্ছে জাগে। সে তার বাড়ি পাকুন্দিয়া উপজেলায় জানালে আমি খোঁজখবর নিতে থাকি। একপর্যায়ে কিছুদিন আগে ধুকুন্দি গ্রামের একজন ফেসবুকে মুর্শিদ মিয়াকে নিয়ে পোস্ট করেন। এর কল্যাণে মুর্শিদ মিয়ার স্বজনরা তাকে চিনতে পারেন। এর পরিপ্রেক্ষিতে রোববার (৮সেপ্টেম্বর) মুর্শিদের ভাতিজাসহ বেশ কয়েকজন সেখানে গিয়ে তাকে নিয়ে আসেন।