কেন্দুয়া প্রতিনিধি : নেত্রকোনার কেন্দুয়ায় জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা ও পৌর জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
জাতীয়তাবাদী মহিলা দলের উপজেলার সভাপতি নাছিমা আক্তার মিনার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দুয়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূঁইয়া, বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মুজিবুর রহমান ভূঁইয়া মজনু, পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ ডিলার ও সাধারণ সম্পাদক মোঃ মোয়াজ্জেম হোসেন খান, উপজেলা যুব দলের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা তাতীদলের আহ্বায়ক আব্দুর রহমান, বিএনপি নেতা সেলিমসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তব্য রাখেন, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন খোকন, মহিলা দলের প্রচার সম্পাদক নূর নাহার আক্তার চায়না প্রমুখ।
জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে মহিলা দলের নেতৃবৃন্দকে উদ্দেশ্যে করে বক্তারা বলেন তৃণমূল পর্যায়ে দলকে সুসংঘঠিত করে শক্তশালী করার আহ্বান জানান।