নালিতাবাড়ী প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে গণঅধিকার পরিষদের কার্যালয়ের সম্মুখের সাইনবোর্ডটি রাতের আধারে দুর্বৃত্তদের দ্বারা ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে শহরের উত্তর বাজার সড়কে গণঅধিকার পরিষদ নালিতাবাড়ী উপজেলা শাখার আয়োজনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, যুব অধিকার পরিষদ নালিতাবাড়ী উপজেলা শাখার আহ্বায়ক মো. আবু সাঈদ ইমন, যুগ্ম সদস্য সচিব মো. শফিকুল ইসলাম, জেলা ছাত্র অধিকার পরিষদের সিনিয়র সহ সভাপতি শামসুজ্জামাস শিবলু, সদর উপজেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক দুর্জয় আহমেদ, জেলা ছাত্র অধিকার পরিষদের সহ সাধারণ সম্পাদক মো. মোতালেব প্রমুখ। এসময় বক্তারা ব্যানার ভাংচুরে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান।