কলমাকান্দা সংবাদদাতা : নেত্রকোনার কলমাকান্দা উপজেলা সদরের এতিমখানা রোড নামক এলাকায় অভিযান চালিয়ে ২৭৪ বস্তা ভারতীয় চিনি জব্দ করেছে যৌথ বাহিনী। এসময় চোরাকারবারির কাউকে আটক করতে পারেনি।
জানা গেছে, উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে এক শ্রেণির চোরাকারবারি দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাদক, চিনি ও নানা ধরনের প্রসাধনী সামগ্রী আমদানি করে আসছে। পরে সোমবার মধ্য রাতে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর টহল দল ও থানা পুলিশের দল নিয়ে এক যৌথ অভিযান পরিচালনা করেন কলমাকান্দার ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আসিফ প্রামানিক নুহাশ।
এ অভিযানে চোরাকারবারি রফিকের গুদামঘরে থাকা ২৭৪ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়। এ সময় অভিযানের টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। জব্দকৃত ভারতীয় চিনির আনুমানিক মূল্য ১৬ লক্ষ টাকা।
মঙ্গলবার সকালে কলমাকান্দার ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আসিফ প্রামানিক নুহাশ জানান, তদন্তের পর চোরাকারবারির নাম উল্লেখসহ কলমাকান্দা থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।