মোহনগঞ্জ সংবাদদাতা : নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার পুজা উদযাপন কমিটির সভাপতি, রামকৃষ্ণ আশ্রম কমিটির সভাপতি ও শ্রীশ্রী জগন্নাথ জিউর আখড়ার সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক পৌর শহরের শহীদ এফ. রহমান রোডের বাসিন্দা রাধাচরণ সাহা রায় (৭৬) সোমবার বিকাল সাড়ে ৩ ঘটিকার সময় ময়মনসিংহ নেক্সাস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোক গমন করেছেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন। সোমবার রাত ১০টায় দৌলতপুর শশ্মান ঘাটে তাকে অন্তোষ্টিক্রিয়া সম্পন্ন হয়। তার মৃত্যুতে মোহনগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, উপজেলা ও পৌর বিএনপি, মোহনগঞ্জ পূজা উদযাপন কমিটি, মোহনগঞ্জ প্রেসক্লাব, মোহনগঞ্জ বণিক সমিতিসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠন গভীর শোক প্রকাশ করেন।

এ উপলক্ষে মঙ্গলবার সকাল ৬টা থেকে ১১টা পর্যন্ত মোহনগঞ্জ বণিক সমিতির উদ্যোগে মোহনগঞ্জ বাজার বন্ধ ঘোষণা করেছেন। উল্লেখ্য, রাধাচরণ সাহা রায়ের বড় ছেলে প্রভাষক বিপ্লব কুমার রায় মোহনগঞ্জ প্রেসক্লাবের সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী।