মধুপুর প্রতিনিধি : টাঙ্গাইলের মধুপুরে প্রেমিককে বেঁধে রেখে প্রেমিকাকে ধর্ষণের অভিযোগ ওঠেছে। এ ঘটনায় মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) ধর্ষণের শিকার ওই নারী নিজেই বাদি হয়ে মধুপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। উপজেলার মির্জাবাড়ী ইউনিয়নের ব্রাহ্মণবাড়ী (হিরণ বাজার) এলাকায় এ ঘটনা ঘটেছে।
আসামিরা হলেন, ব্রাহ্মণবাড়ি হিরণবাজার এলাকার নজরুল ইসলামের ছেলে মোধ আরিফ হোসেন (২৩) ও একই এলাকার মো: আয়নালের ছেলে মো: রুবেল (২৩)। উভয় আসামিকেই মধুপুর থানা পুলিশ গ্রেফতার করেছে।
মামলার বিবরণী ও বাদির বয়ান থেকে জানা যায়, গত ৪ সেপ্টেম্বর রাত অনুমান ১টা ১০ মিনিটের সময় উপজেলার ব্রাহ্মণবাড়ি গ্রামের অ্যাডভোকেট রেজাউল করিম হিরনের পুকুর পাড়ের কাচারী ঘরের দক্ষিণে খড়ের পালার পাশে প্রেমিকের (বর্তমানে স্বামী) সাথে দেখা করতে যান ভুক্তভোগী ওই নারী।
এ সময় বিবাদিরা বাজার থেকে মোটরসাইকেলযোগে যাওয়ার পথে ওই নারীকে একা নির্জনে দেখতে পেয়ে তার কাছে গিয়ে জানতে চান- তিনি এত রাতে এখানে কেন? তখন তিনি তার প্রেমিকের সাথে দেখা করতে এসেছেন বলে জানালে বিবাদিরা তার প্রেমিককে ফোন করে ঘটনাস্থলে আসতে বলেন। ফোন পেয়ে সেখানে এলে আসামিরা প্রেমিককে বেঁধে ফেলেন এবং ওই নারীকে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করেন।
বিষয়টি এলাকায় জানাজানি হলে স্থানীয় মাতব্বররা উভয় পক্ষের মধ্যে আপস-মীমাংসার চেষ্টা করেন। কিন্তু বিবাদিরা আপসের কথা শুনে পুনরায় মেয়েটিকে ধর্ষণের হুমকি দেন তার স্বামীর কাছে। এতে মঙ্গলবার ধর্ষিতা নিজেই বাদি হয়ে ওই দুজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
এ ব্যাপারে মধুপুর থানার অফিসার ইনচার্জ মোল্লা আজিজুর রহমান জানান, ভিকটিমের মেডিক্যাল পরীক্ষা ও আসামিদের আজ আদালতে প্রেরণপূর্বক অন্যান্য আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।