ধোবাউড়া প্রতিনিধি : ময়মনসিংহের ধোবাউড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তোপের মুখে পরে অবশেষে পদত্যাগ করেন কলসিন্দুর সরকারি স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মালা রাণী সরকার।
কলসিন্দুর সরকারি স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মালা রাণী সরকার আগে থেকেই আওয়ামী রাজনীতির সম্পৃক্ত ছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়েও তিনি নিজের ফেইসবুক আইডি থেকে ছাত্র জনতাকে নিয়ে নিজের ফেইসবুক আইডি থেকে উস্কানিমূলক স্ট্যাটাসও দিয়েছেন, যা ছাত্র জনতার চোখে এড়াতে পারেনি।
স্থানীয় ও বিভিন্ন সুত্রে জানা যায়, আওয়ামী সরকার পতনের পর থেকেই ছাত্র জনতা প্রতিষ্ঠানে দায়িত্ব পালনকালের বিভিন্ন অনিয়ম দুর্নীতির তথ্য সংগ্রহ করে। একপর্যায়ে পদত্যাগের দাবি তুলে ছাত্র জনতা।
সর্বশেষ মঙ্গলবার দিন মালা রাণী সরকার শারীরিক অসুস্থতা দেখিয়ে মহাপরিচালক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ঢাকা বরাবর অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) পদ থেকে অব্যহতি পত্র জমা দেন।