জামালপুর সংবাদদাতা : জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে পুকুরের পানিতে ডুবে অছিম উদ্দিন (৭০) নামে এক বৃদ্ধ মারা গেছে। নান্দিনা সরকারি উপস্বাস্থ্য কেন্দ্রের ডা. জাকিরুল ইসলাম জাহাঙ্গীর বিষয়টি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে নান্দিনা সরকারি উপ-স্বাস্থ্য কেন্দ্রের পুকুর থেকে তার লাশ উদ্ধার করে স্থানীয়রা।

এলাকাবাসী জানায়, সোমবার দুপুরে গোসল করতে যায় বৃদ্ধ অছিম উদ্দিন। কিন্তু এক পর্যায়ে পানিতে তলিয়ে নিখোঁজ হন তিনি। বিভিন্ন স্থানে তাকে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি।

মঙ্গলবার সকালে স্থানীয়রা দেখতে পায় তার লাশ পুকুরের পানিতে ভাসছে। এ খবর ছড়িয়ে পড়লে এলাকার শত শত মানুষ পুকুরপাড়ে গিয়ে ভিড় জমান এবং লাশ উদ্ধার করে জানাজা ও দাফন কাফনের ব্যবস্থা করেন।

অছিম উদ্দিন নান্দিনা কাঁচা বাজারে পরিবার পরিজন নিয়ে বসবাস করতেন। জীবনের প্রথম দিকে তিনি কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করতেন। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরে শক্তি কমে গেলে নান্দিনা বাজার বড় জামে মসজিদ সংলগ্ন রাস্তায় মানুষের কাছে সাহায্য চেয়ে জীবন কাটাতেন।