অনলাইন ডেস্ক : ময়মনসিংহের তারাকান্দায় ৮ বোতল বিদেশি মদসহ আলমাছ উদ্দিন টিপু (২৪) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। টিপু ময়মনসিংহের ধোবাউড়া থানার দক্ষিণ মাছপাড়া গ্রামের রহম উদ্দিনের পুত্র।

বুধবার (১১ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৯টার দিকে তারাকান্দা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারাকান্দা থানার ওসি ওয়াজেদ আলীর নেতৃত্বে এসআই চন্দন সরকার ও এএসআই আব্দুল আলীসহ সঙ্গীয় ফোর্স নিয়ে তারাকান্দা বাসস্ট্যান্ড এলাকায় একটি চেকপোস্ট বসানো হয়। পরে সকাল ৯টার দিকে ৮ বোতল বিদেশি মদসহ আলমাছ উদ্দিন টিপু নামে এক যুবককে মাদক কারবারি অভিযোগে গ্রেফতার করা হয়।

তারাকান্দা থানার ওসি ওয়াজেদ আলী বলেন, একটি কালো ব্যাগে করে ৮ বোতল বিদেশি মদ বহন করে নিয়ে যাচ্ছিল টিপু। পরে তাকে আটক করা হয়। আটক টিপুর বিরুদ্ধে নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।