স্টাফ রিপোর্টার : বিএনপির চেয়ারপার্সন, সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ১৭তম কারামুক্তি দিবস উপলক্ষ্যে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ময়মনসিংহ মহানগর শাখার উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ সেপ্টেম্বর) বাদ যোহর ময়মনসিংহ নগরীর নতুন বাজারস্থ বিএনপির দলীয় কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সুস্বাস্থ্য কামনা করে দোয়া করা হয়। সেই সাথে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করে দোয়া করা হয়। এছাড়াও দোয়া মাহফিলে আওয়ামী লীগ সরকারবিরোধী আন্দোলনে নিহতদের আত্মার মাগিরাত ও আহতদের সুস্থতা কামনায় মোনাজাত করা হয়।
দোয়া মাহফিলের আগে সংক্ষিপ্ত ব্যক্তব্যে স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর গৌরবে অভিষিক্ত হন বেগম জিয়া। তিনবার সর্বাধিক ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রীও হয়েছেন তিনি। আওয়ামী লীগ সরকার খালেদা জিয়াকে কারাগারে কোনো চিকিৎসা দেয়নি। বিনা চিকিৎসায় তাকে হত্যা করতে চেয়েছিল। ওয়ান-ইলেভেন সরকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে হত্যার উদ্দেশ্যে তার ওপর অমানবিক শারীরিক নির্যাতন চালিয়েছিল। এর উদ্দেশ্য ছিল, জিয়া পরিবারকে রাজনীতি থেকে মাইনাস করা। কিন্তু ছাত্র-জনতার আন্দোলনে তাদের সেই চক্রান্ত নস্যাৎ করা হয়েছে।’
এসময় ময়মনসিংহ মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিনুল ইসলাম ফয়সাল ও সদস্য সচিব জি.এস মাহাবুবের নেতৃত্বে আরো উপস্থিত ছিলেন-ময়মনসিংহ মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক যুবরাজ, মহসীন মুরাদ, শরিফুল আলম শুভ, হাবিবুর রহমান হাবিব, সামিউল আলম শাওন, মহানগরের সদস্য মো: মহিউদ্দিন রুবেল, রাশেদ, রিজভী, জাহাঙ্গীর, টিটু, বিপুল, মিঠু, নিজাম, সুজন, টুটুল এবং উত্তর থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক বাপ্পী মজুমদার, উত্তর থানার সদস্য সুবল ঘোষ, পূর্ব থানার যুগ্ম-আহ্বায়ক হীরা, পশ্চিম থানার যুগ্ম-আহ্বায়ক মেহেদীসহ মহানগর ও ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পযার্য়ের নেতৃবৃন্দ।