তারাকান্দা প্রতিনিধি : ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় যে সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়ম অভিযোগ পেয়েছি সবগুলোই তদন্ত চলমান রয়েছে এবং সুষ্ঠ তদন্ত হবে বলে জানিয়েছে উপজেলা নির্বাহী অফিসার।

জানা গেছে, শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়ম অভিযোগের তদন্ত করতে গিয়ে তদন্ত অফিসাররা নানা বাধার সম্মুখিন হচ্ছে। কতিপয় শিক্ষার্থীরা ছাত্র বৈষম্য আন্দোলনে সমন্বয়ক দাবী করে তদন্ত অফিসারদের সাথে অশোভন আচারন করছে। ফলে তদন্তের কাজে কিছুটা স্থবিরতা এসেছে।

জানা যায়, ছাত্র বৈষম্য আন্দোলনে তারাকান্দার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের ছাত্র জনতা ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলন করেছে। বর্তমানে তারাকান্দা উপজেলায় ছাত্র বৈষম্যের বিরোধী আন্দোলনে নামে একাধিক গ্রুপ নিজেদের সমন্বয়ক দাবি করে উপজেলা নির্বাহী অফিসারের কাছে আবেদন দিয়েছে। ওই সকল গ্রুপে অনেকের ছাত্রত্ব নেই।

উপজেলা নির্বাহী অফিসার নাজনীন সুলতানা জানান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নামে অনিয়মের অভিযোগ পেয়েছি, সবগুলোই তদন্ত চলমান রয়েছে এবং সুষ্ঠ তদন্ত হবে। চলমান সময়ে শিক্ষার্থী ও অভিভাবক ও সচেতন মহলের সহযোগিতা প্রয়োজন তাহলে আমরা সঠিকভাবে তদন্তের কাজগুলো করতে পারবো।