মধুপুর প্রতিনিধি : টাঙ্গাইলের মধুপুরের ১০ নং ফুলবাগচালা ইউনিয়নের চেয়ারম্যান ফরিদ আলীর অনাস্থা অবিলম্বে কার্যকর ও ইউপি সদস্যদের হুমকীসহ সম্মানহানীর বিচারের দাবীতে মানববন্ধন করেছেন ইউপি সদস্যরা।
বুধবার দুপুরে মধুপুর উপজেলা মেম্বার ফোরামের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা মেম্বার ফোরামের সভাপতি, গোলাবাড়ি ইউপি সদস্য মোঃ রফিকুল ইসলাম সোহেল সাধারণ সম্পাদক আউশনারা ইউপি সদস্য শহীদুল ইসলাম, ফুলবাগচালা ইউনিয়ন পরিষদের সদস্য সুলতানা বেগম, নির্মলা সিমসাং, হেলাল উদ্দিন, মজনু মিয়া, আনছের আলী, মোঃ খবির উদ্দিন, খোকন বর্মন ও লোটাস রেমা সহ মেম্বার ফোরামের সদস্যগন উপস্থিত ছিলেন।
ইউপি সদস্যগন বলেন, ফরিদ আলী চেয়ারম্যান আমাদের সাথে পরামর্শ না করেই পরিষদের সকল কাজ করে যাচ্ছেন। আমরা প্রতিবাদ করতে গেলে সে আমাদেরকে সম্মানহানীকর কথা বলেন এবং বিভিন্ন ভাবে হুমকি প্রদান করেন। সে পরিষদে একাই আধিপত্য বিস্তার করে আছেন। আমরা সকল ইউপি সদস্যগন অনতিবিলম্বে তার অপসারণের দাবি জানাচ্ছি।