কিশোরগঞ্জ সংবাদদাতা : কিশোরগঞ্জের ভৈরবের তাঁতারকান্দি গ্রামের রেললাইন সংলগ্ন ডোবার পাশ থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। যুবকের আনুমানিক বয়স হবে ২৫/২৬ বছর। তিনি কালো রঙের প্যান্ট ও গেঞ্জি পরিহিত ছিলেন। বৃহস্পতিবার সকালে স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ভৈরব থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল পৌনে ৯টার দিকে তাঁতারকান্দি-আমলাপাড়া সংযোগ সড়কের ডোবার পাশে মরদেহটি পড়ে থাকতে দেখতে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে বেলা ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে এসে প্রাথমিক সুরৎহাল প্রতিবেদন তৈরি মরদেহটি থানায় নিয়ে যায়।
ভৈরব থানার এসআই মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, উদ্ধার করা অজ্ঞাতনামা মরদেহটি আনুমানিক ৩/৪ দিনের পুরোনো হওয়ায় প্রাথমিক সুরৎহালে মৃত্যুর কারণ জানা সম্ভব হয়নি। মরদেহটির ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সফিকুল ইসলাম জানান, মরদেহটির পরিচয় শনাক্তে পুলিশ তৎপরতা চালাচ্ছে। পরবর্তী পরিস্থিতি বিবেচনায় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হবে।