কেন্দুয়া প্রতিনিধি : নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আব্দুল ওয়াহাবের মা সৈয়দা আয়েশা খানমের ১ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

বুধবার (১১ সেপ্টেম্বর)কেন্দুয়া পৌরসভাস্থ নিজ বাসভবনে পারিবারিক আয়োজনে মরহুমার আত্মার শান্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

সৈয়দা আয়েশা খানম ছিলেন মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি ও এক জন মহীয়সী নারী। কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও মুক্তিযোদ্ধা মরহুম ডাঃ সৈয়দ আব্দুল খালেকের সহধর্মিণী ছিলেন তিনি। ১৯৭১সালে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধ ও মুক্তিযুদ্ধ চলাকালে এবং তৎপরবর্তী সময়ে তাঁর স্বামীর দেশগঠনে প্রতিটি কাজে সহযোগিতা ও অনুপ্রেরণা যুগিয়েছেন। তাঁর সময়কালে তিনি ছিলেন এক কথায় এক আলোকবর্তিকাময় নারী।

উল্লেখ্য, ২০২৩ সালের ১১ সেপ্টেম্বর ময়মনসিংহ নেক্সাস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।