মুক্তাগাছা সংবাদদাতা : ময়মনসিংহের মুক্তাগাছায় আসন্ন শারদীয় দুর্গোৎসব আড়ম্বরপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন উপলক্ষে প্রস্তুতিমুলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা প্রশাসন আয়োজিত উক্ত মতবিনিময় সভায় বাংলাদেশ পূজা উদযাপন কমিটি মুক্তাগাছা শাখার নেতৃবৃন্দসহ ভক্ত পূজারীবৃন্দ অংশগ্রহণ করেন।
উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলামের সভাপতিত্বে উক্ত আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানভীর হায়দার, সহকারী কমিশনার (ভূমি), বাবু স্বপন কুমার দাস, সভাপতি পূজা উদযাপন কমিটি,মুক্তাগাছা শাখা, ফারুক আহাম্মদ,অফিসার ইনচার্জ, মুক্তাগাছা থানা প্রমুখ।
উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠেয় উক্ত অনুষ্ঠানে প্রশাসনিক কর্মকর্তা ছাড়াও বীর মুক্তিযোদ্ধা,জনপ্রতিনিধি, সনাতনী ভক্ত পূজারী,রাজনৈতিক নেতৃবৃন্দ, ওলামা মাশায়েখসহ শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।