নেত্রকোনা সংবাদদাতা : ভারতে পালিয়ে যাওয়ার পথে ঢাকায় বিমানবন্দরে আটক হওয়া নেত্রকোনা পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম খানকে বৃহস্পতিবার নেত্রকোনা আদালতে তুললে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
২০২২ সালে বিএনপির অফিসসহ নেত্রকোনার ছোট বাজার এলাকায় ভাঙচুর-নাশকতার ঘটনায় গত ৫ আগস্ট করা একটি মামলায় এই রিমান্ড দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন তার আইনজীবী মো. শহীদুল্লাহ।
বামনমোহা গ্রামের সাদেক মিয়ার করা মামলায় বৃহস্পতিবার দুপুরে নেত্রকোনার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সাবেক মেয়র নজরুল ইসলাম খানকে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা (আই/ও) মো. শাহজাহান সাত দিনের রিমান্ড আবেদন করেন।
আসামিপক্ষের আইনজীবীসহ স্বল্প সময়ে আবেদন পর্যালোচনা করে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
কোর্ট ইন্সপ্ক্টের মো. জাফর ইকবাল জানান, আদালতে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার পর আদালতে তোলা হলে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামাল হোসাইন রিমান্ড মঞ্জুর করেছেন।