ভালুকা প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকা আসনের সাবেক সংসদ সদস্য এম এ ওয়াহেদ, কাজিম উদ্দিন আহাম্মেদ ধনু, ভালুকা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, পৌরসভার সাবেক মেয়র ডা. একেএম মেজবাহ উদ্দিন কাইয়ুমসহ ১৯৮ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। জাতীয়তাবাদি দল (বিএনপি) ভালুকা উপজেলা শাখার যুগ্ম আহবায়ক মো. মজিবর রহমান মজু বাদি হয়ে গতকাল বৃহষ্পতিবার (১২ সেপ্টেমবর) দুপুরে ওই মামলাটি করেন।
এছাড়াও ওই মামলায় অজ্ঞাত পরিচয়ের আরো ১৫০-২০০ জনকে আসামী করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, গত ২০১৮ সালের ২৫ ডিসেম্বর বিকেলে জাতীয় নির্বাচনের সময় ভালুকা উপজেলা বিএনপি অফিসের সামনে দলের নির্বাচনী সভায় হামলা চালিয়ে মামলার আসমীরা ভাংচুর, লুটপাট, কার্যালয়ে অগ্নিসংযোগ করে। ওই সময় তাদের হামলায় বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ মো. কামাল হোসেন জানান, ওই ঘটনায় মামলা হয়েছে।